সমবেদনা

মানুষ মরণশীল। প্রতিনিয়ত কেউ না কেউ জন্মায়, কেউ না কেউ মারা যায়। মৃতেরা নবজাতকদের জন্য জায়গা ছেড়ে দেয়। 

পরিচিত মানুষের মৃত্যু আমাদের বিষন্ন করে। আমরা বিভিন্ন মাধ্যমে সেই কষ্ট প্রকাশ করি। কিন্তু এসব মাধ্যমের অধিকাংশ ক্লোসড গ্রুপ ফলে আমাদের সহানুভূতি বা সহমর্মিতা যাদের উদ্দেশ্য করে সাধারণত তাদের কাছে পৌঁছে না কিন্তু গ্রুপের টাইম লাইন যুদ্ধক্ষেত্র থেকে আসা লাইভ রিপোর্ট বলে ভ্রম হয়। কারণ শত শত মেসেজে হয় রিপ নয়তো আত্মার শান্তি কামনা। অনেকটা সোভিয়েত আমলে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়ার মত যেখানে শেষের দিকের অনেকেই জানে না কি বিক্রি হচ্ছে। কারণ এখানেও শোক সংবাদ অনেক আগেই এত দূরে চলে যায় যে কার জন্য রিপ সেটাই উদ্ধার করা অনেক সময় কষ্টসাধ্য। তাই কোন ব্যক্তিগত ব্যাপারে সমবেদনা প্রকাশ সরাসরি করা ভালো অথবা কোন গ্রুপ বা সংগঠনের নেতারা সেই দায়িত্ব নিয়ে সবার পক্ষ থেকে ভুক্তভোগীদের সমবেদনা পৌঁছে দিতে পারেন। তাতে অন্ততঃ যাদের উদ্দেশ্যে এসব করা হচ্ছে তারা অবহিত হন।

দুবনা, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা