শিল্প ও শিল্পী
কবি আল মাহমুদের কবিতায় সুর দিলেন প্রতুল মুখোপাধ্যায়। এ নিয়ে বিভিন্ন কথা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সব কিছুর মত মানুষও সময়ের সাথে বদলায়। বদলায় তার আদর্শ, ভাবনা। তাই বলে তার সৃষ্টি আদর্শহীন হয় না। ১৯৪৭ পূর্ববর্তী শেখ মুজিব আর পাকিস্তান আমলের শেখ মুজিব এক নন। তেমনি এক নন বিভিন্ন সময়ের আল মাহমুদ। তেমন এক নয় গতকালের আমি আর আজকের আমি। প্রতিদিনের নতুন অভিজ্ঞতা আমাদের নতুন করে গড়ে তুলে ঠিক তেমন ভাস্কর প্রতিটি আঘাতে বা শিল্পী তুলির প্রতি টানে নতুন রূপ দেয় ভাস্কর্য বা ছবির। শেষ জীবনের আল মাহমুদ কোন অবস্থাতেই আগের কবিতাগুলো লিখতে পারতেন বলে মনে হয় না। এসব লেখা অর্ডার দিয়ে হয় না, ভেতর থেকে আসে। তাই শিল্পী মরে কিন্তু শিল্প অমর। শিল্প কোন এক বিশেষ মূহুর্তের সৃষ্টি, সেই মূহুর্তের স্থির চিত্র। সেটা বদলায় না। কিন্তু শিল্পী বেঁচে থাকে, নতুন পরিবেশে বদলায় - কখনো আমাদের কাঙ্খিত পথে, কখনো অনাকাঙ্ক্ষিত। শিল্পের সাথে শিল্পীকে গুলিয়ে ফেলে আমরা আমাদের ভাবনার দৈন্যতাকেই শুধু বাড়তে দেই যার সাথে প্রগতির কোন সম্পর্ক নেই।
মস্কো, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
Comments
Post a Comment