একি কাণ্ড দেখি দুনিয়ায়
লিজ স্ট্রাস ব্রিটেনের ফরেইন মিনিস্টার থাকাকালীন রোস্তভ রাশিয়ায় নয় সহ ভৌগলিক বিষয়ে বিভিন্ন রকম অজ্ঞতার পরিচয় দিয়েছেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক বলেছেন অবস্থার পরিবর্তনের জন্য পুতিনকে ৩৬০ ডিগ্রি ঘুরতে হবে। এতে করে তার জ্যামিতির উপর দক্ষতার পরিচয় পাওয়া যায়। প্সাকি থেকে শুরু করে আমেরিকান প্রশাসনের প্রেস সেক্রেটারিদের কথা নাই বা বললাম। তবে এদের শিক্ষা নিয়ে তেমন কোন উচ্চ ধারণা পোষণ করতাম না বলে কিছু মনে করিনি। তবে ঋষি সুনাকের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে উঁচু ধারণা ছিল। তিনিও বাল্টিক আর ব্ল্যাক সীকে গুলিয়ে ফেললেন। জানি উচ্চ শিক্ষিত মানুষকে সব যে জানতে হবে এমন কোন কথা নেই। কিন্তু যারা শুধু রাজনীতিবিদই নন, বিশ্বের হর্তাকর্তা বলে নিজেদের ভাবেন, যাদের প্রতিনিয়ত এ ধরণের প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁদের জ্ঞানের সাগরে যে হাঁটু জল সেটা দেখলেই চমকে উঠি। এরা পাবলিক ফিগার, অনেকের জন্য মডেল। এদের দেখে কী শিখবে ভবিষ্যৎ প্রজন্ম। তার চেয়েও বড় কথা এ রকম জ্ঞান নিয়ে এরা যদি বিশ্বের ভাগ্যবিধাতা হতে পারে তাহলে মানুষ পড়াশুনাই বা করবে কেন, শিখবেই বা কেন? না শিখেই তো ভালই দিন চলছে। হীরক রাজার সভ্যতা বলে কথা।
দুবনা, ২০ ফেব্রুয়ারি ২০২৩
দুবনা, ২০ ফেব্রুয়ারি ২০২৩
Comments
Post a Comment