মুক্তচিন্তা

আজ ২৬ ফেব্রুয়ারি। ২০১৫ সালে এই দিন অভিজিৎ রায়ের উপর নেমে এসেছিল মৌলবাদী শক্তির আঘাত - অন্ধকারে, পেছন থেকে। এভাবেই মৌলবাদীরা মুক্তচিন্তার পৃষ্ঠদেশে ছুরিকাঘাত করেছিল। যদিও তখন অনেকেই বিশ্বাস করত এক অভিজিৎ হত্যার মধ্য দিয়ে মুক্তচিন্তা রোধ করা যাবে না কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। সেটা শুধু এজন্য নয় যে ধর্মীয় মৌলবাদ দেশে আরো গভীরে তাদের শিকড় গেড়েছে, তার চেয়েও বড় যেটা তা হল এমনকি যারা নিজেদের মুক্তমনা মনে করে তারাও আজ অনেক বেশি মৌলবাদী। আমার ধারণা মুক্তচিন্তার মূল মন্ত্র পরমতসহিষ্ণুতা। কিন্তু আজ সেটা প্রায় সবার মধ্যেই অনুপস্থিত। সবাই নিজেকেই, নিজের মতবাদকেই একমাত্র সঠিক বলে মনে করে। উর্দু, একমাত্র উর্দুই হবে রাষ্ট্র ভাষা এই উচ্চারণ আর আমার মত, আমার পথ একমাত্র সঠিক - এই দুইয়ের মাঝে কি খুব বেশি তফাৎ আছে? ভালো বা মন্দ যেকোন কিছুতে অন্ধবিশ্বাস মৌলবাদের জন্ম দেয়। একজনের জন্য যা ভালো অন্যের জন্য সেটা মৃত্যুসম হতেই পারে। তারপরেও বাঘ আর হরিণ এক বনেই বাস করে। প্রকৃতি আমাদের অনেক কিছুই শেখায়। শিখব কি না সেটা একান্তই আমাদের ব্যাপার।

মস্কোর পথে, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন