রহস্য

আজকাল পরীক্ষা মানেই হরেক রকম ফল। মিষ্টি, তেতো, কষ্টে, নোনা, এমনকি ঝালও। তবে ফেসবুকের বিশাল দেওয়ালে শুধুই এ-৫। 

বিভিন্ন সময় এরকম অভিযোগ শুনি এত ভালো ভালো রেজাল্ট করেও অনেকেই অনেক সাধারণ বিষয়ে কোন জ্ঞান রাখে না। দেশের ইতিহাস জানে না। সিলেবাসের বাইরে পড়াশোনা করে না। কেন? আজ মনে হয় সেই রহস্যের সমাধান পেলাম।

সবাই যদি ঈশ্বরের কৃপায় ভালো রেজাল্ট করে তাহলে তারা নিজেরা কিভাবে কি জানবে? কল্পনা করার চেষ্টা করছি হাজার হাজার ঈশ্বর পরীক্ষার হলে বসে উত্তর লিখছেন। যারা ফেল করে তারা নিশ্চয়ই এথেইস্ট।

দুবনা, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন