বাদ

ইজমের বাংলা হল বাদ। আবার বাদের আরেকটা অর্থ হল বাতিল বা ক্যান্সেল করা। তবে অনেক ক্ষেত্রেই এই বাদ বিবাদে রূপ নেয়। আজকাল সব বাদ সবকিছু বাদ দিয়ে শুধু প্রতিপক্ষকে আক্রমণ করতে ব্যস্ত। বিরোধী দল মনে করে তাদের কাজ শুধু সরকারের বা সরকারি দলের বিরোধিতা করা যদিও সরকার ও সরকারি দল এক নয় এবং রাজনতিক দলের মূল দায়িত্ব হল দেশের ও জনগণের স্বার্থে কাজ করা। অনেক নারীবাদী মনে করে তাদের প্রধান কাজ পুরুষদের বিরোধিতা করা যদিও পুরুষ ও পুরুষতন্ত্র এক নয় আর নারীবাদের মূল লক্ষ্য নারীদের অধিকার আদায় করা আর সেটা করা পুরুষদের সাথে নিয়েই কারণ পুরুষ না থাকলে এই নারীরা নিজেরাই নিজেদের শোষণ করবে। তাই আসল কথা শোষণ ও দুঃশাসনের বিরুদ্ধে সবাই মিলে লড়াই করা। ছোটবেলায় পড়তাম রাত না থাকলে দিনের মর্যাদা বোঝা যায় না, দুঃখ না থাকলে সুখ উপভোগ করা যায় না। কিন্তু আমরা সব সময়ই প্রতিপক্ষকে সমূলে উৎপাটন করতে চাই আর যখন একা হয়ে যাই তখন বাঁচার তাগিদেই শত্রু খুঁজতে শুরু করি, না পেলে কাউকে শত্রু ঘোষণা করে যুদ্ধ যুদ্ধ খেলি, সরাসরি নিজে অথবা অন্য কারো মাথায় কাঁঠাল রেখে। এটাই আধুনিক রাজনীতি, আধুনিক কুটনীতি - ধ্বংসের সহজ ও একমুখী পথ।

দুবনা, ১৫ ফেব্রুরারি ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা