সময়
ছাত্রজীবনে আমরা ছিলাম ঘনিষ্ঠ বন্ধু। একদিন দেখা না হলে, কথা না হলে জীবন থেকে কী যেন হারিয়ে যেত। কর্মজীবনে সবাই যে যার মত ছড়িয়ে পড়েছি দেশে দেশে। তখন কালেভদ্রে চিঠিই ছিল একমাত্র যোগাযোগ মাধ্যম। এরপর এল সামাজিক যোগাযোগ মাধ্যম। নতুন করে শুরু হল আড্ডা। দিন দিন যোগাযোগের মাধ্যম যত বাড়ছে, যত সহজ হচ্ছে কথা বলা আমরা তত বেশি করে কথা না বলাকেই বেছে নিচ্ছি। প্রচন্ড আবেগে তৈরি কত গ্রুপ যে বিভিন্ন রাজনৈতিক দলের মত নামসর্বস্ব হল তার খবর কে রাখে? এক সময় ফেসবুকে যাদের স্ট্যাটাস বা লেখা পড়ার জন্য উন্মুখ হয়ে থাকতাম এখন চোখের পলক না ফেলে সেসব পাশ কাটিয়ে চলে যাই। যুদ্ধ, বয়স, স্বপ্নভঙ্গ নাকি ক্লান্তি - কি যেন ক্রমসম্প্রসারণশীল এই মহাবিশ্বে আমাদের পরস্পর থেকে দূরে নিয়ে যাচ্ছে। পৃথিবীর সাথে সাথে আমরাও বদলে যাচ্ছি। পুরানা বাঁধন ছিঁড়ছে, নতুন সময় তৈরি করছে নতুন বন্ধন।
মস্কোর পথে, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
Comments
Post a Comment