এলার্জি
বাচ্চা টেমস নদীতে পড়ে গেছে। নদীর তীরে হাঁটছিল এক ট্যুরিস্ট। শীত উপেক্ষা করে সে নদীতে ঝাঁপ দিয়ে বাচ্চাটাকে উদ্ধার করে। বাচ্চার মা কী বলে যে ধন্যবাদ দেবে তার ভাষা হারিয়ে ফেলেছে আনন্দে। চারিদিকে খুশির আমেজ। সবাই উদ্ধারকারীর প্রশংসায় পঞ্চমুখ। বিবিসি থেকে তার সাক্ষাৎকার গ্রহণ করতে এসেছে।
আপনি এই শীতে নদীতে ঝাঁপিয়ে পড়লেন শিশুকে বাঁচাতে। একটুও ভয় পেলেন না?
ভয়ের কি আছে? আমার জায়গায় অন্য যেকোন লোক সেটাই করতে।
আপনি নিজেকে হিরো মনে করছেন না?
দেখুন আমি বীরত্ব দেখাতে নদীতে ঝাঁপ দেইনি। এই অবস্থায় একজন মানুষ হিসেবে যা করার কথা সেটাই করেছি।
সে যে কারণেই করুন আপনি হিরো।
ধন্যবাদ।
আপনি কোন দেশের? ইউরোপের? আমেরিকার?
না। আমি রাশান।
আমাদের ইন্টারভিউ আজকের মত এখানেই শেষ।
পরের দিন ইংল্যান্ডের সব পত্রিকার শিরোনাম
দুষ্ট রাশান কুমিরের মুখের গ্রাস কেড়ে নিয়েছে। এই রাশানরা মানুষকে তো বটেই কুমিরকে পর্যন্ত শান্তিতে খেতে দেবে না।
বিঃ দ্রঃ এটা একটা জোক। তবে রুশদের প্রতি মনোভাব পশ্চিমা বিশ্বে এখন অনেকটা এরকমই।
দুবনা, ০৭ ফেব্রুয়ারি ২০২৩
Comments
Post a Comment