একুশ
বাহান্নয় রাষ্ট্র ভাষা বাংলা চাই সেই শ্লোগান দিয়ে মিছিল করলেও এটা ছিল মাতৃভাষার জন্য লড়াই। এটা ছিল সারা বিশ্বে সব জাতি, উপজাতি, জাতিগোষ্ঠীর নিজ নিজ ভাষায় কথা বলার, নিজ নিজ সাহিত্য, সংস্কৃতি বিকাশের অধিকার আদায়ের লড়াই। আর এজন্যই একুশ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তবে এটা এখনও শুধুমাত্র ঘোষণা। এখনও বিশ্বের দেশে দেশে মাতৃভাষায় কথা বলতে, মাতৃভাষায় শিক্ষা লাভ করতে বাধাপ্রাপ্ত হচ্ছে অনেকেই। যেকোন ভালো সূচনা বাস্তবে রূপ দিতে চাই নিরলস পরিশ্রম। যদি মানুষ শুধুমাত্র বিবাহ বার্ষিকীর দিন ভালোবাসার কথা, সংসারের কথা ভাবত তাহলে কি সেই সংসার টিকত? মানুষ যদি শুধু পরীক্ষার হলে গিয়ে পড়াশোনার কথা ভাবত সে কি আদৌ জ্ঞান অর্জন করত? শুধু ফেব্রুয়ারির একুশ তারিখে বাংলা বা মাতৃভাষা চর্চার জন্য আহ্বান জানিয়ে দায়িত্ব শেষ করলে উৎসবের আমেজ হয়তো পাওয়া যাবে কিন্তু তাতে ভাষা বা সংস্কৃতির কোন লাভ হবে না। তাই আসুন আমরা বছরে ৩৬৪ দিন ভাষা নিয়ে কাজ করি, ভাষাকে সমৃদ্ধ করি, করার চেষ্টা করি, একুশকে অমর করে তুলি। তাহলেই একুশের আয়োজন সফল হবে। সবাইকে একুশের শুভেচ্ছা।
দুবনা, ২১ ফেব্রুয়ারি ২০২৩
Comments
Post a Comment