ভোগ রোগ
আজকাল প্রায়ই শোনা যায় আওয়ামী লীগ ভরে গেছে লীগারে যারা মুজিব কোটের বুক পকেটে গুঁজে রাখে অদৃশ্য ধানের শীষ। কথাটা কমবেশি সব দলের জন্যই সত্য। দলের আদর্শ ধারণ করার চেয়ে নিজস্ব রাজনৈতিক অভিলাষ পূর্ণ করার তাগিদ থেকেই যখন বিভিন্ন দলে ভিড় করে, দল ভারি করে। এটাও মনে হয় ভোগবাদের বাই প্রোডাক্ট, ক্রেডিটে হলেও নিজের মনোবাসনা পূর্ণ করার সংস্কৃতি। সাধারণত মানুষ ব্যাংকের থেকে লোন নিয়ে সাধ্যের অতীত জিনিস কেনে, এক্ষেত্রে আদর্শ লোন করে রাজনীতি করে আর প্রথম সুযোগেই নিজেকে দেউলিয়া ঘোষণা করে হাত-পা ধুয়ে নতুন আডভাঞ্চারে নামে। ব্যাংক যেমন ঝুঁকিপূর্ণ জেনেও দুই হাতে ঋণ বিলিয়ে যায়, রাজনৈতিক দলগুলোও ক্ষমতার লোভের বশবর্তী হয়ে সবাইকে নিজেদের দলে টেনে নেয়, যা যেকোন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভরা গাঙে দলের নৌকাডুবির কারণ হয়ে দাঁড়ায়।
সুজদাল, ০৫ অক্টোবর ২০২৩
Comments
Post a Comment