মূর্তি

বিভিন্ন দেশে বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল হয়, যেমন অটাম ফেস্ট, রক ফেস্ট ইত্যাদি। দেশে হয় মূর্তি ভাঙ্গন ফেস্ট। 

ছোটবেলায় ঠাকুর দেবতার গল্প শুনে বড় হয়েছি। ওদের আর যাই হোক ভয়ঙ্কর কিছু মনে হয়নি। সেই রোলের জন্য অসুর আর রাক্ষসরা ছিল। পরে ওল্ড টেস্টামেন্ট পড়ে দেখলাম ঈশ্বরের রাগি রূপ যাকে ভয় করতে হয়। 

দেশে যারা পূজা করে তারা মূলতঃ ঈশ্বরকে ভালোবেসে সেটা করে। যারা ভাঙে তারা ভয় থেকে ভাঙে। এই যে ভয়, এটাও কি এক ধরণের উপাসনা?

ডিপ্লোম্যাসিতে সফ্ট ফোর্স রলে একটা কথা আছে। মূর্তি ভাঙ্গা মনে হয় সেই সফ্ট ফোর্স যা দিয়ে প্রাণে না মেরে ভয় দেখিয়ে দেশকে হিন্দু শূন্য করা যায়।

মস্কো, ০২ অক্টোবর ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা