পাল্লা

ফেসবুকে এরকম একটা পোস্ট দেখেছিলাম - যে সবার আগে কোন ধর্মীয় অনুষ্ঠানের খবর অন্যদের কাছে পৌঁছে দিতে পারবে সে বোনাস হিসেবে অনেক পুণ্য অর্জন করবে। পুণ্যের জন্য কিনা জানি না, তবে অনেকেই অনেক সময় অনেক খবর এখানে প্রকাশ করেন যা পরবর্তীতে মিথ্যা বলে প্রমাণিত হয়। সবচেয়ে দুঃখের বিষয় হল অনেক সময় অনেকে অনেকের মৃত্যুর খবরও আগাম প্রকাশ করে। ফলে শুধু তাদের পরিবার পরিজন নয়, অনেক শুভানুধ্যায়ীরাও অপ্রস্তুত অবস্থায় পড়ে। আজ এরকম এক খবর বেরিয়েছিল প্রফেসর অমর্ত্য সেনকে নিয়ে। পড়ে ওনার কন্যা সেটাকে খণ্ডিত করে ফেসবুকে লেখেন। আসলে এসব খবর শুধুমাত্র অতি আপন জন বা দায়িত্বপ্রাপ্ত কোন সংগঠনের কাছ থেকে আসাই শ্রেয়। আমরা যারা শুভানুধ্যায়ী তারা সব সময়ই সে জন্য শোক প্রকাশের সুযোগ পাব।

দুবনা, ১০ অক্টোবর ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন