কথা ও সুর
আজ ভার্সিটি থেকে বাসায় ফেরার সময় লুঝনিকি স্টেশনের (স্পোর্তিভনায়ার সাথে) বাইরে খোলের আওয়াজ পেয়ে একটু অবাক হলাম। সামনে গিয়ে দেখি কৃষ্ণ ভক্তরা নেচে নেচে গান গাইছে। তবে লোকজন তেমন উৎসাহ দেখাচ্ছে না। কি মনে করে দাঁড়িয়ে ছোট্ট ভিডিও করলাম। আমার কৃষ্ণ কান্তি দেখেই মনে হয় রাধার মত একজন এগিয়ে এল বই হাতে। আমি বাসার দিকে হাঁটতে হাঁটতে ভাবলাম কেন ঐ সুর আমাকে আকর্ষণ করল না? মনে পড়ল দেশের কথা। সেখানে হরে কৃষ্ণ গানটি বিভিন্ন সুরে গাওয়া হয়। একদিন মানিকগঞ্জের লক্ষ্মী মন্ডপের ওখানে হঠাৎ "এক সাগর রক্তের বিনিময়ে" শুনে থমকে দাঁড়ালাম। ওরা ঐ সুরে হরে কৃষ্ণ গাইছিল। আসলে পরিচিত গানের কথার আগে সুর আমাদের কানে ঢোকে। মনে হল এরা যদি জনপ্রিয় রুশ গানের সুরে কথাগুলো বসাতো তাতে হয়তোবা অনেকেই দু মিনিটের জন্য হলেও দাঁড়িয়ে শুনত কথাগুলো।
দুবনার পথে, ২৩ অক্টোবর ২০২৩
Comments
Post a Comment