প্রতিবেশী

পৃথিবীতে সবচাইতে কঠিন মনে হয় সহজ কাজ করা।‌আর এই সহজ কাজ করার আমাদের অপারগতা থেকেই জন্ম নেয় যুদ্ধ বিগ্রহ। সবচেয়ে সহজ প্রতিবেশীকে ভালোবাসা, বিপদে আপদে তার পাশে দাঁড়ানো। কিন্তু আমরা কয় জন সেটা করি বা পারি? উল্টো কিভাবে তাকে ঠকানো যায়, তার জমিটা বা বাড়িটা দখল করা যায় সেই চিন্তায় মগ্ন থাকি। আমাদের ইর্ষা, আমাদের লোভ এসব কাজে আমাদের উৎসাহিত করে। এভাবেই মানুষে মানুষে, জাতিতে জাতিতে, দেশে দেশে লাগে যুদ্ধ। কিছু মানুষের লোভের বলি হয় অসংখ্য নিরপরাধ মানুষ। যতক্ষণ না আমরা ইসরাইল বা প্যালেস্টাইনের শিশুর পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে সকল পাশের বাড়ির শিশুকে ভালোবাসতে শিখব, তাদের আনন্দে উল্লসিত, দুঃখে ব্যথিত হতে শিখব, হাজারো মিটিং মিছিল, হাজারো জ্বালাময়ী বক্তৃতা - এ সবই হবে নিতান্তই আত্মতুষ্টি, সমস্যার সমাধান হবে না।

মস্কোর পথে, ২২ অক্টোবর ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা