পূজা
ঠাকুর দেবতার প্রতি যতই ঔদাসীন্য থাকুক না কেন এদের কারণেই বছরে একবার হলেও বন্ধুদের দর্শন দেয়া হয়, যদিও বিনা দর্শনীতে। ওদের দেখাও অবশ্য পাই। এই তো আজ গেছিলাম ইস্কন মন্দিরে, এবারই প্রথম। অনেক পরিচিত মুখের সাথে দেখা হল, কথা হল। ভালোই কাটল সন্ধ্যাটা। আরো এক বছর জন্য বাঙালিত্বের নবায়ণ হল। এই সুযোগটা করে দেবার জন্য অসুরকে ধন্যবাদ। ভুল শোনেন নি, অসুরটা বাঁদরামি না করলে এই যুদ্ধও হত না, বিজয়ও আসত না আর মানুষও বন্ধুদের সাথে দেখা করতে আসত না দূরদূরান্ত থেকে।
মস্কো, ২২ অক্টোবর ২০২৩
Comments
Post a Comment