প্রায়োরিটি

 আমি বরাবরই ভালো বিশেষজ্ঞদের পছন্দ করি তা সে যে বিষয়েই হোক না কেন। একজন ভালো ছাত্র, একজন ভালো শিক্ষক, এক জন ভালো বিজ্ঞানী বা একজন ভালো কৃষক, মাঝি, গায়ক - যেই হোক। যদিও সব ক্ষেত্রে সত্য নয়, তারপরেও আমার ধারণা ভালো বিশেষজ্ঞ মানেই তিনি নিজের কাজের প্রতি যত্নশীল, কর্তব্যপরায়ণ। আর যিনি যত্নশীল তাঁর পক্ষে ভালো মানুষ হবার সম্ভাবনা বেশি। সেই হিসেবে ডঃ ইউনুসের উপর এই বিশ্বাস ছিল যে তিনি শুধু আইনের শাসন নয়, সামাজিক ন্যায়পরায়ণতার কথা মাথায় রেখে দেশ চালানোর চেষ্টা করবেন। স্বাভাবিক অবস্থায় আমি চাইতাম দায়িত্ব নেবার আগে তিনি তাঁর বিরুদ্ধে দায়ের করা কর ফাঁকির মামলা আইনের পথে মোকাবেলা করবেন। কারণ তিনি যদি সত্যিই অপরাধী না হন তাহলে এখন তাঁর ভয়ের কারণ ছিল না। কিন্তু তিনি মনে হয় এখানে রাজনীতির আশ্রয় নিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে মামলা খারিজ করা হয়েছে। তবে রাজনৈতিক বিবেচনায় সেটা উপেক্ষা করা যায় কেননা শেখ হাসিনা তাঁর প্রতি সব সময়ই বিরূপ ছিলেন বিধায় মামলা রাজনৈতিক কারণেও হতে পারে। আগস্টের আন্দোলনের একটা বড় কারণ ছিল দুর্নীতি, অর্থ পাচার ইত্যাদি। সেদিক থেকে বিবেচনা করলে গ্রামীন ব্যাংককে ৫ বছরের জন্য কর দান থেকে অব্যাহতি দেয়া যদি যৌক্তিকও হয় সেটা কোন বিবেচনায়ই নিরপেক্ষ নয়, স্বজনপ্রীতি। এই স্বজনপ্রীতিই কিন্তু হাসিনা সরকারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ওই আমলে আরেকটা দুর্বলতা ছিল আইনের সিলেক্টিভ প্রয়োগ। আগস্ট আন্দোলনে দুই পক্ষের অনেকেই মারা যায়। অনেক খুনই বিচার বহির্ভূত। এক্ষেত্রে এক পক্ষকে সত্য মিথ্যা (অন্তত জনগণের চোখে) খুনের মামালায় জড়ানো এবং একই সাথে নিজের পক্ষের সবাইকে বেকসুর খালাস - এটা দেশ ও জাতির জন্য অশনি সঙ্কেত। কারণ অপরাধ অপরাধই - অপরাধের চরিত্র কে করল তার উপর নির্ভর করে না। ন্যায় বিচারের মূল কথা আইন সবার জন্য সমান। আগে থেকে আইন করে সেটা বন্ধ করলে সেই আইন ন্যায্যতা হারায়। এটা নতুন আমলের অনেককেই আইনের তোয়াক্কা না করার সার্টিফিকেট দেয়। এমন তো কথা ছিল না। অবশ্য তিনি তো জনগণের দ্বারা নির্বাচিত হননি। তাঁর স্বীকৃত সুপরিকল্পিত বিপ্লবের কলকাঠি যারা নেড়েছে তারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্খাকে থোড়াই কেয়ার করে। সমস্যা হল যারা কলকাঠি নাড়াচ্ছে তারা ধরাছোঁয়ার বাইরে কিন্তু নিজের সাফল্য বা ব্যর্থতার জন্য এদেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে প্রধান উপদেষ্টাকেই। দক্ষ মানুষের অন্যতম প্রধান বৈশিষ্ট্য সমস্যার সঠিক ডায়াগনস্টিক ও সমাধানের প্রায়োরিটি বোঝা। 
তাঁর বর্তমান অনেক কাজ দেশ চালনায় তাঁর দক্ষতা নিয়েই শুধু নয় তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দেয়। এটা সত্যিই অনাকাঙ্ক্ষিত।

দুবনা, ১৯ অক্টোবর ২০২৪

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন