ব্যুমেরাং

বিভিন্ন সময় বিভিন্ন দেশের নির্বাচনে আমেরিকা বা পশ্চিমা বিশ্বের পছন্দের প্রার্থী হেরে গেলে তারা এসব প্রার্থীকে উৎসাহিত করেছে নির্বাচনের ফলাফল মেনে না নিতে। সেটা সারা বিশ্বেই। ইউক্রেনে এভাবেই ইউশেঙ্কো ক্ষমতায় আসে। রাশিয়ায় চেষ্টা হয়েছিল। এখন জর্জিয়ায় সেই চেষ্টা হচ্ছে। সব দেখে মনে হয় এমনকি খোদ আমেরিকায় গণতন্ত্র মানে ডেমোক্র্যাটিক (গণতান্ত্রিক) পার্টির শাসন। তবে চারিদিকে ঢিল ছুঁড়লে এক সময় সেই ঢিল নিজের গায়েও লাগতে পারে। বাজারে গুজব ৫ তারিখের নির্বাচনে পরাজিত প্রার্থী পরাজয় স্বীকার নাও করতে পারে। জেতার জন্য এক বার সিস্টেমকে করাপ্ট করলে একদিন সেই সিস্টেম প্রতিপক্ষের হাতেও অস্ত্র হয়ে উঠতে পারে।

দুবনা, ০১ নভেম্বর ২০২৪

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন