মতিয়া আপা

আজ ঘুম থেকে উঠে ফেসবুকে বেগম মতিয়া চৌধুরীর মৃত্যু সংবাদ পেলাম। মতিয়া আপা, বাংলাদেশের অগ্নিকন্যা, এক সময়ের ছাত্র ইউনিয়নের সভাপতি - সেই হিসেবে আমাদের অনেক কিছুই এক সূতায় বাঁধা। পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেন। কৃষি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। যত দূর জানি তাঁর নাম দুর্নীতি বা এসব কেলেঙ্কারিতে জড়িত ছিল না। তিনি একজন সফল রাজনৈতিক নেতা যিনি চেষ্টা করেছেন মানুষের জন্য কিছু করার। সবাই মানুষের জন্য রাজনীতি করে বলে দাবি করে কিন্তু আদর্শের প্রতি অন্ধ বিশ্বাস থেকে অনেকেই অনেক সময় ছোট খাটো যে সুযোগ আসে মানুষের পাশের দাঁড়ানোর, সীমিত সামর্থ্যের মধ্যে কিছু একটা করার - ভবিষ্যতে অনেক বড় কিছু করার আশায় সেই সুযোগ হেলায় সরিয়ে দেয়। কিন্তু সবার জীবনে জ্যাক পট আসে না। তাই অনেকেই সারা জীবন মানুষের জন্য রাজনীতি করেও, হাজারো ত্যাগ স্বীকার করেও মানুষের জন্য কিছু না করেই একদিন চির শান্তিতে ঘুমিয়ে পড়েন। মতিয়া আপা ছিলেন ব্যতিক্রম। পরিবর্তিত পরিস্থিতিতে হয় তাঁর প্রয়াণ হবে নিরবে নিভৃতে। তবে আমার বিশ্বাস কোন দিন যদি বাংলাদেশের আন্দোলনের নিরপেক্ষ ইতিহাস লেখা হয় তবে তাঁর নাম সেখানে জ্বল জ্বল করবে।

দুবনা, ১৬ অক্টোবর ২০২৪
 

Comments

Popular posts from this blog

পরিমল

নেতা

শুভ নববর্ষ ১৪৩১