মস্কোর দূর্গা পূজা
পূজা মানে ভার্সিটি জীবনের বন্ধুদের সাথে বছর গড়িয়ে আরও একবার দেখা হওয়া। পূজা মানে কয়েক ঘন্টা মনখুলে আড্ডা। পূজা মানে ঢাকের বাজনা, কাসের শব্দ, ধূপের গন্ধ, আরতি। পূজা মানে কেমন আছ? অনেক দিন দেখা নেই? ক্যামেরা আন নি? গতকাল কেন এলে না? বাঙালি মেয়েদের অভিযোগ। পূজা মানে বিশ্বরূপ, সুমিতদের সাথে দেখা। ছাত্রজীবনের স্মৃতিচারণ, কারো কারো পিণ্ডি চটকানো।
এবারও ব্যতিক্রম ছিল না।
মস্কো, ১২ অক্টোবর ২০২৪
Comments
Post a Comment