কৌশল
রুশরা বলে পবিত্র স্থান কখনও খালি থাকে না। রাজনীতি এর ব্যতিক্রম নয়। একটা সময় ছিল যখন কমিউনিস্টরা ন্যাপ, আওয়ামী লীগ ইত্যাদি দলের কর্মী হয়ে রাজনীতি করত, এসব দলের রাজনীতি প্রভাবিত করত। এবং সেটা করত সাফল্যের সাথেই। সেই সময়ের আওয়ামী লীগের চরিত্র দেখলেই তা বোঝা যায়। প্রকাশ্য রাজনীতি করার ক্ষেত্রে বাঁধা সৃষ্টি হলে জামাত শিবির আওয়ামী লীগে সম্পৃক্ত হয়ে রাজনীতি করেছে, আওয়ামী লীগকে জামাতি চেহারা দিয়েছে। যেটা কমিউনিস্টরা করতে ব্যর্থ হয়েছে জামাত শিবির সেই সুযোগ নিয়ে নিজেদের শক্তিশালী করেছে, সুযোগ বুঝে সামনে এসেছে। যতদিন কমিউনিস্টরা আওয়ামী লীগের ভেতরে থেকে কাজ করছে তারা আওয়ামী লীগকেই শক্তিশালী করতে চেয়েছে। জামাত শিবির করেছে উল্টো - তারা আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন করতে চেয়েছে, করেছে। এটা আবারো বলে রাজনীতিতে বন্ধু বলে কিছু নেই, আছে দলীয় স্বার্থ, আছে রণকৌশল। কোন দলের সাথে কখন মিত্রতা, কখন মিত্রতার ভান আর কখন শত্রুতা করতে হবে সেটাও রণকৌশলের অঙ্গ। এর উপর নির্ভর করে সাফল্য।
দুবনা, ০৫ অক্টোবর ২০২৪
Comments
Post a Comment