হুকুমদার

আমাদের শাসন ব্যবস্থাই স্বৈরাচারী। আগের সরকার নির্দেশ জারি করত ঢাকা শহরে রিকশা চলবে না।‌ বর্তমান সরকার বলছে ২০ বছরের পুরানো গাড়ি ও ২৫ বছরের পুরানো মাল গাড়ি চলবে না। এই দু'টো উদ্যোগ ভালো তাতে সন্দেহ নেই। এসব গাড়ি পরিবেশের জন্য ক্ষতিকর, জনজীবনের জন্য ক্ষতিকর। তবে এসবই আবার অতি প্রয়োজনীয়। এছাড়া এসব গাড়ির সাথে জড়িত হাজার হাজার মানুষের জীবিকা। পুরানো গাড়ি সরাতে হলে আগে নতুন গাড়ির ব্যবস্থা করতে হবে। সরকার যদি এসব ব্যবস্থা করে গাড়ি সরিয়ে নেয় তাহলে সমস্যা নেই। তবে দেশের ইতিহাস বলে সরকার বিভিন্ন অজুহাতে কারখানা বন্ধ করতেই বেশি পারদর্শী, কর্মস্থল তৈরিতে তারা হয় অপারগ অথবা অনিচ্ছুক। আচ্ছা যারা গাড়ি চালায় তারা তো চাকরি চায় না, বরং উদ্যোগী হয়ে দু চারজনকে চাকরি দেয়। তাই না? সব দেখে মনে হয় সরকার তো নয় হুকুমদার। 

মস্কো, ০৬ অক্টোবর ২০২৪

Comments

Popular posts from this blog

পরিমল

নেতা

শুভ নববর্ষ ১৪৩১