অপেক্ষা
দেশের অধিকাংশ মানুষের ধারণা ইউরোপ আমেরিকায় জীবন খুবই বিলাসবহুল। কাজ কর। ডলার পাউন্ড ইউরো উপার্জন কর। আর এসব মানেই তো অনেক টাকা। এত টাকা রাখবে কোথায়? ফুর্তি করে জীবন কাটাও। আর তাই এসব দেশে বসবাসের প্রতি আমাদের আকর্ষণ অনেকটা স্বর্গ বাসের মত। হালের নেতা মন্ত্রীরা চালাক। তাই তারা আর স্বর্গের লোভে দেখায় না (অপছন্দের মানুষকে সরাসরি স্বর্গে চালান করে দেয়) দেশকে ইউরোপ আমেরিকা বানানোর কথা বলে। আজকাল ফেসবুকে কিছু ভিডিওতে জিনিসপত্রের উচ্চ মূল্য নিয়ে মানুষের অসন্তোষ দেখি। কেন রে বাবা! এটাই তো ইউরোপ আমেরিকা হওয়ার সহজ পথ। আমরা তো ওদের ডলার পাউন্ড ইউরো-ই গ্রহণ করি, শিক্ষা দীক্ষা সংস্কৃতি এসব পাশে সরিয়ে রেখে। তবে এটা স্বাভাবিক। মানুষ খারাপটা সহজেই হজম করতে পারে। যে লোক দুই অক্ষর ইংরেজি বলতে পারে না সেও বেশ কয়েকটি ইংরেজি গালি জানে। এখন অপেক্ষা করুন কবে বেতনটাও ঐ রকম হবে। একদিন নিশ্চয়ই হবে। সবচেয়ে বড় কথা সেই দিন পর্যন্ত বেঁচে থাকা।
মস্কো, ১৩ অক্টোবর ২০২৪
Comments
Post a Comment