কথোপকথন

আপনি তো সব সময় বিজ্ঞান বিজ্ঞান করেন। বলেন বিজ্ঞানে শেষ কথা নেই। তাহলে কি পারফেকশন বলে কিছু নেই? 

আছে নিশ্চয়ই। আমরা তো সেটার খোঁজেই অবিরাম যাত্রা করি। 

এটা কি ঈশ্বরের খোঁজ? তিনি তো পারফেক্ট। 

কে বলল? পারফেক্ট মানে কি? মানে যার কোন ভুল নেই, যিনি কখনও ভুল করেন না। তাই তো? 

হ্যাঁ! 

আচ্ছা, তোমাদের মতে মানুষ সহ সবকিছু ওনার সৃষ্টি। তাহলে উনি ভুল মানুষ তৈরি করলেন কেন? অথবা তোমরা বল জন্ম, মৃত্যু, বিয়ে ঈশ্বরের হাতে। তাহলে বিয়ে ভাঙে কেন? কেন তিনি এমনকি সঠিক দুইজন লোককে বিয়ের পিঁড়িতে বসাতে পারেন না? আসলে পারফেক্ট তা যা সব অবস্থায় সঠিক ভাবে চলে, সঠিক ফল দেয়। আমরা বলি ঘড়ি পারফেক্ট টাইম দেয়, মানে কখনও স্লো বা ফাস্ট হয় না। ঈশ্বর যদি পদেপদে ভুল করেন, ভুল মানুষের জন্ম দেন, ভুল মানুষকে সঙ্গ দেন তিনি চাইলেও তো পারফেক্ট থাকতে পারবেন না। সঙ্গীরাই তাঁকে নীচে নামাবে। দেখ তাঁর অনুসারী কারা? সবাই না হলেও এক বিরাট অংশ ঠগ, চোর, বজ্জাত। এরাই তাঁর নাম ধরে সবচেয়ে উচ্চস্বরে ডাকে। এই যদি যদি তাঁর সাঙ্গপাঙ্গ তাহলে তাঁর পারফেকশন নিয়ে আমার প্রশ্ন আছে।

মস্কো, ০২ ফেব্রুয়ারি ২০২৫

Comments

Popular posts from this blog

প্রশ্ন

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল