প্রশ্ন
এক দল লোক আছে যাদের স্বাস্থ্য কখনও ভালো হয় না মানে যারা মোটা হয় না। আগে ভালো স্বাস্থ্যের আরেক নাম ছিল নাদুসনুদুস চেহারা। হাড্ডি চর্মসার বা স্লিম অনেক লোকজন প্রায়ই অভিযোগ করত যে এত ভালো আর দামী খাবার খায় কিন্তু স্বাস্থ্য কিছুতেই ভালো হয় না।
বাংলাদেশের সব সরকার সবসময় দেশের উন্নয়নের ফিরিস্তি দেয়। তেপান্ন বছর ধরে এই যে উন্নয়নের জোয়ার বয়ে গেল দেশটির উপর দিয়ে তারপরেও জনগোষ্ঠীর এক বিশাল অংশের হাড্ডিতে মাংস গজায় না কেন? সমস্যাটা কোথায়? এটা রাজনীতিবিদদের মিথ্যাচার নাকি দেশের আমরণ কোষ্ঠকাঠিন্য?
আমরা আর কবে সুস্থ হব? তেপান্ন বছর কাটলো প্রতীক্ষায়! কেউ কথা রাখে না। সবাই শুধু মিথ্যা স্বপ্ন দেখায়।
মস্কো, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
Comments
Post a Comment