বিধি বাম

বত্রিশ নম্বর ভাঙ্গা প্রসঙ্গে বাম জোটের বিবৃতি দেখে একটা কথাই মনে হল - নপুংশক। স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে আপনাদের সামনে একটাই পথ খোলা ছিল - প্রতিরোধ গড়ে তোলা, নিদেনপক্ষে তীব্র প্রতিবাদ জানানো। কিন্তু আপনারা এই ঘটনার নিন্দা করার সৎ সাহস পর্যন্ত দেখাতে পারলেন না, আবারো ঐ হাসিনার কাঁধেই দোষ চাপানোর চেষ্টা করে নিজেদের মুখ (প্রাণ) রক্ষা করার অপচেষ্টা করলেন। মাথা হেঁট হয়ে যায়। বিগত ১৫ বছর তো হাসিনার ভুলের সমালোচনা করেই নিজেদের প্রাসঙ্গিক রাখার চেষ্টা করলেন। নিজেদের কাঁধে কবে দায়িত্ব নেবেন, কবে নিজেরা নিজেদের বাঁচাতে শিখবেন। রাজনৈতিক ভাবে আপনারা যে দীর্ঘদিন ধরেই কোমায় আছেন সেটা আপনারা টের না পেলেও সারা বিশ্ব কিন্তু বুঝে গেছে আর তাই তো বাংলাদেশ বিরোধী সমস্ত শক্তি আপনাদের বার বার শিখণ্ডীর মত ব্যবহার করছে? ব্যবহার করছে বাংলাদেশ নামক রাষ্ট্রের নাম বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে। অবশ্য সোভিয়েত ইউনিয়ন নামের এক বিশাল স্বপ্নকে আপনারা হারিয়ে যেতে দেখেছেন বাংলাদেশ তো সে তুলনায় নস্যি। ধিক্!

মস্কো, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

Comments

  1. You have lovely, matured and outstanding understandable way of writing. Would love to see you someday and discuss over a mug of hot coffee. Stay blessed

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

প্রশ্ন

পরিমল