যার শেষ ভালো না

ছোটবেলায় বাবা কাকাদের মুখে শুনতাম ব্রিটিশ আমলেই ভালো ছিল। না না, তাঁরা ব্রিটিশদের ভক্ত ছিলেন না। এর মধ্য দিয়ে তাঁরা সেই সময়ের আইন শৃঙ্খলা আর নিরাপত্তার কথা বলতেন। মানুষ সব সময়ই চায় নিশ্চয়তা - তার কাজের নিশ্চয়তা, ভবিষ্যতের নিশ্চয়তা, ঘরে ফেরার নিশ্চয়তা, নিরাপদে ঘুমানোর নিশ্চয়তা। আমার প্রায়ই মনে হয় সোভিয়েত আমলের কথা যখন রাস্তাঘাটে, ট্রেনে বাসে সবাইকে দেখেছি নিশ্চিন্ত মনে বই বা খবরের কাগজ পড়তে। এখন বুঝি - এর কারণ ছিল আগামী দিনের নিশ্চয়তা। সবাই জানত আগামী কাল সে কাজে যাবে, তার ছেলেমেয়েরা স্কুলে যাবে, আগামীকালও রুটির দাম আজকের মতই থাকবে, মাংসের দাম বাড়বে না, অসুখ হলে হাসপাতালে চিকিৎসা পাবে। অনেক না থাকার মধ্যেও এই যে নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলোর নিশ্চয়তা - সেটাই বা কম কিসে? গত জুলাই আগস্টে দেশের মানুষ নিশ্চয়ই একটি উন্নততর বাংলাদেশ চেয়েছিল। তারা দুর্নীতিমুক্ত ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চেয়েছিল। কিন্তু সেটা কোন মতেই নিরাপত্তা ও আইন শৃঙ্খলার বিনিময়ে নয়। ফেসবুকে মাঝে মধ্যে ভিডিও দেখি - অল্পবয়সী ছেলেরা কিরিচ হাতে ঘুরে বেড়াচ্ছে আর যাত্রীরা অসহায় ভাবে বসে আছে। মানুষ কি এজন্যেই রাস্তায় নেমেছিল? যারা দেশকে, দেশের মানুষকে এই অবস্থায় নিয়ে এলো - সেই সব রাজনৈতিক দল ও সাংস্কৃতিক গোষ্ঠীর নেতারা কি অন্তত মুখ খুলে বলবেন - তাদের হিসেব ভুল ছিল, তারা জনগণকে ভুল গন্তব্যে নিয়ে এসেছেন? নাকি নিজেদের মান বজায় রাখতে এখনও যা করেছেন সব ঠিক করেছেন বলেই মনে করবেন। মনে রাখবেন যার শেষ ভালো না তার কিছুই ভালো না - না হলেও তার সব যে ভালো না সেটা ধ্রুব সত্য।

দুবনা, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

প্রশ্ন

পরিমল