উপলব্ধি

সূর্য কিন্তু জানে না যে সে মানুষকে আলো ও তাপ দিচ্ছে। তবে মানুষ ঠিকই জানে সূর্যের কথা। পেছনে সৈন্য আছে কিনা সেটা সেনাপতিরা জানাটা যত না গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেনাদের জানা যে তাদের সামনে সেনাপতি আছে। সেনাদের এই বিশ্বাস যুদ্ধে জয়ের পূর্বশর্ত। শেখ মুজিব মুক্তিযুদ্ধ চলছে সেটা জানতেন কিনা তা বড় কথা নয়, বড় কথা দেশের জনগণ বিশ্বাস করত তিনি যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। এই বিশ্বাস ছিল বলেই দেশ স্বাধীন হয়েছিল।

বদরুদ্দীন উমর বলেছেন "মুক্তিযুদ্ধে নেতৃত্ব তো দূরের কথা মুজিব জানতেনই না যুদ্ধ হচ্ছে।" এটা আমাদের হালের বুদ্ধিজীবীদের চিন্তার অগভীরতা প্রমাণ করে। ওনাকে আগে মোটামুটি প্রগতিশীল বুদ্ধিজীবী হিসেবে জানতাম। ইদানিং কালে তার লেখা পড়ে মনে হয় উনার নাম আল বদর উদ্দীন উমর হলেই যথার্থ হত।

দুবনা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

প্রশ্ন

পরিমল