প্রশ্ন
ফেসবুকে একটা স্ট্যাটাসে দেখলাম প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস বলেছেন "কথায় কথায় বিশ্ববিদ্যালয় করে ফেলি আমরা। এর সাথে একটি করে নার্সিং কলেজ করে দিলেই আমরা অনেক নার্স পেতে পারি। বিশ্বে নার্সের চাহিদা কোনদিন শেষ হবে না।"
সব ঠিক আছে। নার্সের দরকার আছে। কিন্তু বিশ্বে কোনদিন নার্সের অভাব হবে না এর মানে কি মানে আমরা দেশে হাসপাতাল তৈরি করব না? মানুষকে দেশের খরচে লেখাপড়া শিখিয়ে বিদেশে পাঠাবো? উনি উদ্যোগী হতে বলেন কিন্তু চাকরি করতে উৎসাহিত করেন না। তার মানে কি সরকার চাকরি সৃষ্টিতে আগ্রহী নয়। আগ্রহী শ্রমিক রপ্তানিতে। আমার কেন যেন মনে হয় আমাদের উন্নয়নের ধারণায় কোথাও একটা ভুল আছে। দেশের মধ্যে যদি বাজার তৈরি না হয়, দেশের মানুষের ক্রয় ক্ষমতা যদি বাড়ানো না যায় তাহলে আমরা শুধু খড়কুটো হয়ে জ্বলে বিদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারব। এতে দেশের কী লাভ হবে সেটাই বুঝে উঠতে পারছি না।
দুবনা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
সব ঠিক আছে। নার্সের দরকার আছে। কিন্তু বিশ্বে কোনদিন নার্সের অভাব হবে না এর মানে কি মানে আমরা দেশে হাসপাতাল তৈরি করব না? মানুষকে দেশের খরচে লেখাপড়া শিখিয়ে বিদেশে পাঠাবো? উনি উদ্যোগী হতে বলেন কিন্তু চাকরি করতে উৎসাহিত করেন না। তার মানে কি সরকার চাকরি সৃষ্টিতে আগ্রহী নয়। আগ্রহী শ্রমিক রপ্তানিতে। আমার কেন যেন মনে হয় আমাদের উন্নয়নের ধারণায় কোথাও একটা ভুল আছে। দেশের মধ্যে যদি বাজার তৈরি না হয়, দেশের মানুষের ক্রয় ক্ষমতা যদি বাড়ানো না যায় তাহলে আমরা শুধু খড়কুটো হয়ে জ্বলে বিদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারব। এতে দেশের কী লাভ হবে সেটাই বুঝে উঠতে পারছি না।
দুবনা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
Comments
Post a Comment