নাটক

লেরমন্তভের কবিতার দুটো লাইন এরকম 
এসবই ছিল হাস্যকর যদি তা না হত এত কষ্টকর 
ওভাল অফিসে ট্রাম্প-ভেন্স-জেলেনস্কি পথ নাটকে ভরে গেছে গতকালের ফেসবুকের পাতা। আসলে প্রথম দৃষ্টিতে এটা একটা কমেডি মনে হলেও বাস্তবে কি তাই? প্রথমেই যেটা মনে আসে তা হল জো বাইডেন থাকলে এমন নাটকীয় পরিস্থিতির উদ্ভব ঘটত না। তবে সেটা ইউক্রেনের যুদ্ধে ডেমোক্র্যাটিক পার্টির লয়্যালিটির কারণে নয়, জো বাইডেন হান্টার বাইডেনের অবাধ্যতা দেখে এতটাই অভ্যস্ত যে জেলেনস্কির এই আচরণ গায়ে মাখতেন না। তবে আমার মনে হয় আসল বিপদটা অন্য জায়গায়। ভালো মন্দ যাই হোক প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বন্ধের কিছু বাস্তব পদক্ষেপ নিচ্ছেন। অন্যদিকে ইউরোপ যুদ্ধ চালিয়ে যাবার পক্ষে। ফ্রান্সের প্রেসিডেন্ট ও বৃটেনের প্রধানমন্ত্রী ট্রাম্পকে তাঁর শান্তির ট্র্যাক থেকে বিচ্যুত করতে ব্যর্থ হয়েছেন। জেলেনস্কির এই আচরণ আসলে প্রায় সম্মিলিত ইউরোপের মনোভাবের বহিঃপ্রকাশ। তাই ছোট্ট এই কমেডির ফলাফল সারা বিশ্বের জন্য প্রচন্ড ট্র্যাজিক হবার সম্ভাবনা এখন আগের চেয়ে অনেক বেশি।

দুবনা, ০১ মার্চ ২০২৫

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

প্রশ্ন

পরিমল