Posts

Showing posts from April, 2025

ইতিহাস

Image
বাংলাদেশ কি পরিবারতন্ত্র থেকে ব্যক্তিতন্ত্রের যুগে প্রবেশ করছে? গত পনের বছরে শেখ হাসিনাকে নিয়ে একদল লোকের উচ্ছ্বাস দেখেছি, এখন সেটা দেখছি ডঃ ইউনুসকে নিয়ে। শেখ হাসিনা, খালেদা জিয়া শুধুমাত্র নিজেদের নয়, দু'টো পরিবারের প্রতিনিধি, তারা পারিবারিক সূত্রে রাজনীতির লাইম লাইটে। তবে ডঃ ইউনুস এই সমীকরণের বাইরে। অর্থনৈতিক বিষয়ে ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করার অবকাশ নেই যদিও তাঁর অর্থনৈতিক ধারণা সমালোচনার ঊর্ধ্বে নয়। তবে দেশ শুধু অর্থনীতি নয়, দেশ কোন ব্যাংক বা এনজিও নয় যে চাইলেই অপছন্দের লোকদের ছাঁটাই করা যায়। তাই এখানে সাফল্য ও ব্যর্থতা নানামুখী। শেখ হাসিনার পতনের অন্যতম প্রধান কারণ ছিল কর্মীদের অতি প্রশংসা বা তেল মারা। ডঃ ইউনুসের সমর্থকরা যদি একই ভুল করে তাহলে বুঝতে হবে শিক্ষক হিসেবে ইতিহাস চরম ব্যর্থ। দুবনা, ০৫ এপ্রিল ২০২৫

সাম্য

Image
ইদানিং চীনের সাথে বানিজ্য সুবিধা নিয়ে ফেসবুক সরগরম। বিভিন্ন হিসেবে প্রায় একত্রিশ গুন বানিজ্য ঘাটতির পরেও শুল্ক মুক্ত রপ্তানি সুযোগ পেয়ে আমাদের আনন্দের সীমা নেই। এখন আর অসাম্যের প্রশ্ন নেই। চীন তো ভারত নয়, তাই তার সাথে বানিজ্য ঘাটতি হলেও কোন সমস্যা নেই। তবে বাস্তবতা হল সমস্যা চীন বা ভারতে নয়, সমস্যা আমাদের সেই পণ্যের অভাবে যা আমরা এসব দেশে রপ্তানি করতে পারি। তাই ঘাটতি কমাতে এসব দেশে রপ্তানি যোগ্য পণ্যের উৎপাদন বাড়াতে হবে। নারী অধিকার, সাম্প্রদায়িক সম্প্রীতি এসব একান্তই ধারণা যার কোন বস্তুগত রূপ নেই। তাই নারী পুরুষে, বিভিন্ন সম্প্রদায়ের বা গোষ্ঠীর মধ্যে সাম্য থাকুক আর নাই থাকুক এ নিয়ে স্পেকুলেশন করা যায়। পণ্য হল বস্তু, চোখে দেখা যায়। এখানে গলাবাজি করে সমতা আনা যায় না। তাহলে কিভাবে ভারসাম্য রক্ষা করা? এ জন্যেই হয়তো হেন করেঙ্গা তেন করেঙ্গা নামক ক্যারিকেচারের উদ্ভাবন যাতে আর কিছু না হোক আস্ফালন করে মনের জ্বালা একটু কমানো যায়। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে....... দুবনা, ০৩ এপ্রিল ২০২৫

শেখ হাসিনা

Image
যে যায় ক্ষমতায় সেই হয় শেখ হাসিনা। সহজে গদি ছাড়তে চায় না। এমনকি ডঃ ইউনুসও না। আচ্ছা যারা তাঁকে বিনা নির্বাচনে আরও ৪-৫ বছর ক্ষমতায় রাখতে চাইছে তাদের আন্দোলনটা কিসের জন্য ছিল - সুস্থ নিরপেক্ষ নির্বাচন নাকি ক্ষমতায় বসে নতুন শেখ হাসিনা সাজা। এ জন্যেই কি গণভবন লুট করে লোকজন শেখ হাসিনার জামা-কাপড় লুট করেছিল - যাতে দীর্ঘ দিন ক্ষমতায় বসে থাকার কায়দাটা ভালো করে রপ্ত করতে পারে? এখনও মনে আছে যখন আওয়ামী লীগের পরিচিত লোকজন প্রসঙ্গে অপ্রসঙ্গে শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠত, ওদের বলতাম তোমরাই শেখ হাসিনার পতনের পথ তৈরি করছ না কারণ তোমাদের কথায় বিশ্বাস করে তিনি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। তাছাড়া মানুষ যদি সত্যি সত্যিই ডঃ ইউনুসকে চায়, তিনি তো ভোটে জিতেই ক্ষমতায় থেকে যেতে পারেন। তাহলে একদিকে যেমন তাঁর শত্রুদের মুখ বন্ধ হবে অন্যদিকে তেমনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাঁকে ছাত্রদের বা জামাত শিবিরের মুখাপেক্ষী হতে হবে না। সমস্যাটা ডঃ ইউনুসের দীর্ঘদিন ক্ষমতায় থাকা নয়, সমস্যা সাংবিধানিক উপায়ে তাঁকে ক্ষমতায় রাখা। এমনকি কারচুপির নির্বাচনেও অন্য কারো জিতে যাবার ক্ষীণ সম্ভাবনা আছে, কি...