দায়

সোভিয়েত ইউনিয়নে ভূমি ছিল রাষ্ট্রীয় মালিকানাধীন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিভিন্ন দেশে বিভিন্ন রকম আইন করা হয়। সেসব আইনে বিদেশিদের কাছে ভূমি বিক্রির ব্যাপারে বাধানিষেধ ছিল। ইউক্রেনও ব্যতিক্রম নয়। তবে জেলেনস্কির শাসনামলে তাড়াহুড়ো করে সেই আইন পরিবর্তন করা হয়। আর এই আইনের সুযোগ নিয়ে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি ইউক্রেনের জমি কিনতে শুরু করে। বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে ইউক্রেনের মাটি, বিশেষ করে তার উর্বর ভূমির বেশিরভাগ পশ্চিমা কোম্পানিগুলো কিনে নিয়েছে। তাই ইউক্রেনের মানুষ তাদের দরকার নেই, দরকার জমির, মানে নিজেদের সম্পত্তির উপর অধিকার প্রতিষ্ঠা করা। এর অর্থ ইউক্রেনের মানুষ প্রাণ দিচ্ছে নিজেদের জন্যে নয়, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির ভূমি উদ্ধার করার জন্য। তাই ইউক্রেনে যে শত শত বিলিয়ন ডলার খরচ করে পশ্চিমা বিশ্ব যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেটা না ইউক্রেনের, না পশ্চিমা বিশ্বের সাধারণ মানুষের স্বার্থে - সারা বিশ্বের মানুষ এই যুদ্ধের ব্যয় বহন করছে টাকার পাহাড়ে বসে থাকা অল্প কিছু মানুষের সম্পদ রক্ষা ও বাড়ানোর জন্যে। তাই মানবাধিকার, গণতন্ত্র এসব মিষ্টি বুলিতে ভুলে পশ্চিমা সম্প্রসারণবাদকে সমর্থন দিয়ে যে বিশ্ব আমরা তৈরি করব তার দায় একান্তই আমাদের।

দুবনা, ০৯ সেপ্টেম্বর ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা