এশিয়া কাপ
ভারতে ক্রিকেটারদের দেবতার আসনে বসানো হয়। কে শিবের ভক্ত আর কে বিষ্ণুর এই নিয়ে ভক্তদের মধ্যে রেষারেষি থাকলেও শিব, বিষ্ণু বা অন্যান্য দেবতারা মনে হয় একে অপরের বন্ধুই। একই ব্যাপার দেখি ক্রিকেটেও। ফ্যানরা কোহলি বড় না রোহিত বড় এসব নিয়ে বিতর্ক করলেও দলের মধ্যে পরিবেশ মনে হয় বেশ বন্ধুত্বপূর্ণ। রোহিত চাইলে আজ ওপেন করতে পারত, জয়ের রান তুলতে পারত, নিজের দশ হাজার রানের সাথে আরও কিছু রান যোগ করতেই পারত। কিন্তু সে দুই তরুণের হাতে দায়িত্ব ছেড়ে দিল। ভারতের জয়ের পাশাপাশি এদের যে আত্মবিশ্বাস এর মধ্যে গড়ে উঠল সেটা সুদূরপ্রসারী। বাংলাদেশ দল এসব বিষয় থেকে শিক্ষা নিতে পারে। বিশেষ করে দলের ভেতরে দল না পাকানোর শিক্ষা। অশ্বিনের মত বোলার যখন দলে স্থান না পেয়েও সতীর্থ খেলোয়াড়দের বিজয় কামনা করে আমাদের অনেকেই কিন্তু সেটা পারেনি।
মস্কোর পথে, ১৭ সেপ্টেম্বর ২০২৩
Comments
Post a Comment