ছবি
বিভিন্ন মানুষের বিভিন্ন রকম শখ বা হবি থাকে। কারও কারও থাকে একাধিক শখ। পদার্থবিদ্যা আমার পেশা হলেও সেটাও সেই শখের মত। কেননা সেটা করে আনন্দ পাই আর বোনাস হিসেবে পাই বেতন। এর বাইরে আরও কয়েকটি শখের একটি হল ছবি তোলা। ছবি তোলার আনন্দে ছবি তুলি। বোনাস - অনেক বন্ধু আর অনেক শুভাকাঙ্ক্ষী যাদের আমার ছবি ভালো লাগে। ভালভাষা পত্রিকার সম্পাদক শ্যামলেষ ঘোষ শ্যামল শুধু আমার লেখাতেই নয়, অন্য লেখাতেও আমার ছবি ব্যবহার করেন, সেটাও একটা বিশেষ পাওয়া। গতকাল তিনি একটি ভিডিও পাঠালেন সতীদাহ নিয়ে। ওটা দেখতে গিয়ে নিজের কয়েকটা ছবি আবিষ্কার করে খুব ভালো লাগল। বেশ তথ্যবহুল একটা ভিডিও। আপনারাও দেখতে পারেন।
https://youtu.be/AuUPCedc0do?si=1spvAI44dXel-6NT
Comments
Post a Comment