ভাবনা

কোরবানির জন্য প্রস্তুত নাদুসনুদুস গরুটির চোখে অশ্রু দেখে ওকে শান্তনা দিয়ে একজন বলল,
আনন্দ কর। দেখিস না কত লোক অধীর অপেক্ষা করছে তোর জন্যে? ক জন নিজের মরণে এত এত মানুষকে এত আনন্দ দিতে পারে?

ওটা ওর আনন্দাশ্রু। - পাশ থেকে বলল আরেক জন প্রথম জনকে শান্তনা দিয়ে। 

তোমরা চাইলেই নিজেদের পুরুষ বা মহিলা বা যেকোন লিঙ্গের ভাবতে পার। আর আমাদের বলছ মরণ যন্ত্রনা আনন্দ হিসেবে নিতে। চালাকি? মনে মনে ভাববে গরুটি।

পাশে দাঁড়িয়ে থাকা ওর সহযাত্রী গরুটি বলবে - এত ভাবিস না তো। পৃথিবীটাই এখন এরকম। তুই কি আর কি ভাবিস তাতে কি? তোকে কী ভাবতে বলা হচ্ছে সেটাই সুখের চাবিকাঠি। নিজেকে সংখ্যালঘু ভাববি না, শোষিত ভাববি না, উপরয়ালা আর উপরয়ালাদের কৃপা ধন্য ভাববি তাহলেই দেখবি জীবনটা আনন্দময় হয়ে যাবে, সুখের হয়ে যাবে। বাস্তবতা নয়, ভাবনাই আসল, স্বপ্নটাই আসল।

দুবনা, ১৭ সেপ্টেম্বর ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা