মানুষ

বক রূপী ধর্মের "সবচেয়ে আশ্চর্যের কী?" এই প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন "প্রতিদিন চারিদিকে এত লোককে মরতে দেখেও মানুষ নিজেকে অমর ভাবে এটাই সবচেয়ে বড় আশ্চর্যের কথা।" ঠিক একই ভাবে অনেকেই প্রায় অন্ধের মত বিশ্বাস করে শুধু সোভিয়েত ইউনিয়নে আর এখন রাশিয়ায় প্রোপাগান্ডা আছে, পশ্চিমা বিশ্ব তথা আমেরিকায় কোন প্রপাগান্ডা নেই, সেখানে শুধুই সত্যের ছড়াছড়ি। তবে মালয়েশিয়ার বিমান, বুচা, ২০১৪ থেকে পশ্চিমা বিশ্বের ইউক্রেনকে অস্ত্র সজ্জিত করা রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য, নর্ড স্ট্রীম বিস্ফোরণ - এসব বার বার প্রমাণ করে কোনটা প্রপাগান্ডা আর কোনটা নয়, কাদের মগজ মিথ্যা তথ্যে ধোলাই করা হচ্ছে আর কারা কিছুটা হলেও মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে। রাশিয়ায় বসে এখনও ইউরোপ আমেরিকার খবর দেখা যায়, ওসব দেশে যতদূর জানি রুশ মিডিয়া নিষিদ্ধ। তবে যারা আমাদের রাশিয়ার মিথ্যাচারে হাবুডুবু খাওয়া মানুষ মনে করে তারা কবে যে নিজেরাই পশ্চিমা মিথ্যাচারে তলিয়ে গেছে সেটা বুঝতেই পারে না। এমনকি তাদের প্রিয় ও অত্যন্ত শ্রদ্ধেয় নেতা কাম গুরুদের আলমারি থেকে একটার পর একটা কঙ্কাল বেরিয়ে পড়ার পরেও না।

দুবনার পথে, ১১ সেপ্টেম্বর ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন