প্রতিনিধি

খেলোয়াড় হোক, কবি, সাহিত্যিক, গায়ক, অভিনেতা, বিজ্ঞানী, রাজনীতিবিদ বা আমলা যেই হোক - কেউ যখন দেশের প্রতিনিধিত্ব করে তখন তাকে শুধু নিজের বিষয়ে বিশেষজ্ঞ হলেই হয় না সবদিক থেকেই ভারসাম্য রক্ষা করে চলতে হয়। ভালো খেলে একটা খেলায় জিতিয়ে দিলেও নারীবিদ্বেষী কথাবার্তা বলে দীর্ঘদিনের জন্য পুরো দলকেই আন্তর্জাতিক অঙ্গনে অপাঙ্ক্তেয় করে তোলা যায়। এখনই সময় কঠোর ব্যবস্থা নেবার। তাতে দল ও খেলোয়াড় সবাই উপকৃত হবে।

দুবনা, ১৭ সেপ্টেম্বর ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা