নাক
অনেকেই এরকম অভিযোগ করে যে কাছের মানুষই সবচেয়ে বেশি কষ্ট দেয়। আসলে কাছের মানুষ কষ্ট দিলে ব্যথাটা আমাদের বেশি লাগে। তাই দেয় না পাই এ বিষয়ে ঐক্যমতে না এলে এই সমস্যা অমীমাংসিত থেকে যাবে। তাছাড়া অপরিচিত কেউ যদি গুন্ডা পান্ডা বা পাগল বা অভদ্র না হয় তাহলে পায়ে পা দিয়ে ঝগড়া লাগাবেই বা কেন? কাছের মানুষের সাথে ইচ্ছা অনিচ্ছায় ওঠা বসা করতে হয়, অনেক কিছুই ভাগাভাগি করে নিতে হয় বিধায় মনোমালিন্য তথা মনোকষ্ট পাবার সম্ভাবনা থেকেই যায়। একই কথা প্রতিবেশী দেশের ক্ষেত্রে। এখানে ও ঐ একই রসায়ন কাজ করে। আমেরিকার কথা ভিন্ন। ও গুন্ডাদের মত সবার ব্যাপারেই নাক গলায়।
মস্কোর পথে, ২৪ সেপ্টেম্বর ২০২৩
Comments
Post a Comment