সরকার

বর্তমান বিশ্বের দেশগুলোর দিকে তাকালে দেখা যাবে সর্বত্র সরকারি দলের বিরুদ্ধে দুর্নীতি, কারচুপি ইত্যাদির অভিযোগ। আর উন্নয়নশীল দেশের মন্ত্রীদের কোটি কোটি টাকা বিদেশে পাচারের কেচ্ছা কাহিনী। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে ক্ষমতাসীন ও দুর্নীতিপরায়ণ প্রায় সমার্থক হয়ে গেছে।
এর থেকে মুক্তির উপায় কি?
সরকারি দল বাতিল করা।
কিন্তু সরকার থাকলে সরকারি দল এমনিতেই গজাবে। তাহলে?
তাহলে আর কি? সরকার বাতিল করতে হবে।
দেশ চলবে কেমনে?
দেশ কবে কোথায় সরকারের দেখানো পথে চলেছে? উল্টো সব সরকারই জনগণের কাঁধে চেপে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে।
তাই বলে সরকার ছাড়া দেশ চলবে? বিদেশের সরকারের সাথে আলোচনায় বসবে কে?
আরে সরকার কি এক দেশে বাতিল হবে? সব দেশ থেকেই সরকারি ব্যবস্থা উঠিয়ে দিতে হবে। সরকারি মাল না থাকলে দরিয়ায় সেটা ঢালার প্রশ্ন আসবে না। অন্তত চেষ্টা করে দেখতে সমস্যা কোথায়?

দুবনা, ১০ জানুয়ারি ২০২৪

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা