অন্ধত্ব

গতকাল দানিয়েৎস্কের বাজারে ইউক্রেনের হামলায় ২৮ জন বেসামরিক লোক নিহত। আহত ২৫। জেনেনস্কি স্বাভাবিক ভাবেই বলেছে এটা রুশরা নিজেদের উপর নিজেরাই আক্রমণ করেছে। এর আগে পশ্চিমা বিশ্বও এসব আক্রমণকে নিজেদের উপর রুশ আক্রমণ বলে চালানোর চেষ্টা করত। এবার সমালোচনা না করলেও আক্রমণ যে ইউক্রেনের সেটা স্বীকার করেছে। বেসামরিক স্থাপনায় আক্রমণ যুদ্ধাপরাধ। কিন্তু যারা নিজেদের বিচারকের আসনে বসায়, যারা একসময় এসব আইন তৈরি করেছে তারা নিশ্চুপ। বরং কেউ কেউ বলার চেষ্টা করছে যে ইউক্রেন সেনারা রুশদের সাথে সরাসরি যুদ্ধে পেরে না উঠে বাধ্য হয়ে বেসামরিক লোকদের উপর আক্রমণ করছে। হামাসের আক্রমণের সমালোচনা করলেও এখন পশ্চিমা বিশ্ব বরং কিয়েভের পক্ষে যুক্তি খোঁজার চেষ্টায় ব্যস্ত। যতদিন পর্যন্ত ন্যায় অন্যায় নির্ধারণ করা হবে কে করল তার পরিচয় দেখে ততদিন পর্যন্ত এসব চলতেই থাকবে। থেমিসের চোখ বাঁধা হয়েছিল নিরপেক্ষতার জন্য কিন্তু কালের আবর্তনে তিনি অন্ধ হয়ে গেছেন।

মস্কোর পথে, ২২ জানুয়ারি ২০২৪

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা