সমস্যা
হান্টার বাইডেনের সবচেয়ে বড় সমস্যা হল যো বাইডেনের শক্তিতে তার অগাধ বিশ্বাস। তার বিশ্বাস, সে যাই করুক না কেন পিতার প্রতি তার আনুগত্য, তার বিশ্বাস সব বিপদ থেকে তাকে ঠিকই রক্ষা করবে। এটা অনেকটা ধর্মান্ধদের মত যারা ভাবে ঈশ্বরের প্রতি শর্তহীন বিশ্বাস তাদের সাত খুন মাফ করে দেবে, তাদের স্বর্গবাসী করবে (অবশ্য ঈশ্বর যদি সত্যি থেকে থাকেন আর এদের দ্রুত স্বর্গে নিয়ে যান তাতে সবাই বরং খুশি হবে, স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচবে)। সাধারণ মানুষের সমস্যা হল যে সে নিজেকে সৃষ্টির সেরা জীব বলে মনে করে। কঠিন পরিশ্রম ও সাধনা নয় জন্ম সূত্রে অর্জিত এই শ্রেষ্ঠত্ব তার সত্যিকারের মানুষ হবার পথে সবচেয়ে বড় বাধা।
দুবনা, ১৬ জানুয়ারি ২০২৪
Comments
Post a Comment