তৃপ্তি
মস্কোয় আমার এক বন্ধু চোখে চশমা পরত। একটু কালো শেড থাকায় ওর চোখ বাইরে থেকে দেখা যেত না। এটা ছিল ছাত্র জীবন, ভরা যৌবন। প্রায়ই একসাথে ঘুরতে যেতাম। একদিন বাসায় ফেরার পথে বলল
আজ অনেক মেয়েকে চোখ মেরে দিলাম।
তা তোর চোখই তো দেখা যায় না। কেউ তো টেরই পায়নি। কী হল চোখ মেরে?
দেখুক আর নাই দেখুক, আমি তো তৃপ্তি পেয়েছি।
অনেক দিন পরে এ কথা মনে পড়ে গেল। এবার বাংলাদেশে কিছু কিছু দল ভোট বয়কট করল। আমার ধারণা এটা কেউই টের পায়নি। তবে এরা তৃপ্ত কিনা সেটা জানা হয়নি।
দুবনা, ১৫ জানুয়ারি ২০২৪
Comments
Post a Comment