ভাষা
গত সোমবার গ্র্যাভিটির উপরে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশ নিচ্ছি মস্কোর বাউমান ইউনিভার্সিটিতে। সব মিলিয়ে ১৫০+ পার্টিসিপ্যান্ট - বেশির ভাগ অনলাইনে। ভাষা রুশ ও ইংলিশ ইনস্ট্যান্ট ট্র্যানস্লেশন সহ। অধিকাংশই ইংরেজিতে বলছে তবে কেউ কেউ বিশেষ করে বয়স্ক রুশ বা সোভিয়েত বিজ্ঞানীরা রুশে। আমাদের সব দেশে উচ্চ শিক্ষা ইংরেজিতে হয় বলে লোকজন ইংরেজিতে বলে। এখানে সব ধরণের শিক্ষা মাতৃভাষায় হয় বলে অনেকেই রুশে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য এটা ভালো না মন্দ সেটা বলতে পারব না। তবে বিভিন্ন দেশের কিছু কিছু লোক যাদের মাতৃভাষা ইংরেজি নয় তাদের কথা বুঝতে কষ্ট হচ্ছিল। তবে এটাও ঠিক তারা নিজেদের ভাষায় বললে কিছুই বুঝতে পারতাম না
মস্কো, ০৭ জুলাই ২০২৩
Comments
Post a Comment