উপলব্ধি

সেদিন মিশার সাথে দেখা। আমাদের দেখা হয় সাধারণত সাউনায়, ৯০ থেকে ১১০ ডিগ্রি গরমে। বৃষ্টি ভেজা সেই দিন তাপমাত্রা ছিল বেশ কম। হ্যান্ডশেক করেই জিজ্ঞেস করল 
তুই কি মর্গ থেকে এলি? 
আমি ওখানেই থাকি। 
আসলে আমার হাত পা সব সময়ই ঠাণ্ডা থাকে। শীতে সমস্যা হয় না, তবে গ্রীষ্মে হাত মিলিয়ে অনেকেই চমকে ওঠে। 
আমাদের এখানে কয়েকজন লোক আছে যারা শীতকালে টি শার্ট পরে ঘুরে বেড়ায়। কিন্তু গ্রীষ্মে ওদের দেখা যায় না। পরে দেখলাম, ওরা এখানেই থাকে, তখন সবাই টি শার্ট পরে বলে ওদের আলাদা করা যায় না। আমারও মনে হয় তাই। শীতে ঠাণ্ডা হাত জনতার ভিড়ে হারিয়ে যায়, গ্রীষ্মে ঠিক বেড়িয়ে আসে।

দুবনা, ১৯ জুলাই ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা