সংজ্ঞা
এটা রাগ নাকি অভিমান?
নাকি রাগের অপক্ক প্রহসন?
নাকি আমরা রাগ করতেও ভুলে গেছি?
একটা অপরিণত সিদ্ধান্ত ও তার অপমৃত্যু।
কিছু কিছু খুশির খবরে খুশি হতেও দ্বিধান্বিত হতে হয়।
বলা তো যায় না
খুশির আমেজ শেষ হতে না হতেই
ছেলেমি রোগে শয্যাশায়ী মানুষ আবার ইউ-টার্ণ করে?
সব মিলিয়ে নির্বাচনের পালে একটু উতল হাওয়া।
জীবনটাই একটা খেলা।
দুবনার পথে, ০৭ জুলাই ২০২৩
Comments
Post a Comment