সোভিয়েত ইউনিয়ন

আজ অনেকের স্ট্যাটাসে দেখলাম সোভিয়েত ইউনিয়নে ফিরে যাবার আকুতি। সোভিয়েত ইউনিয়ন কোন ভৌগলিক সীমারেখা নয়, এটা একটা আইডিয়া। লেনিন যখন সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা করেন তখন সেটাকে একটা দেশ নয়, একটা সংঘের রূপ দেন যেখানে যে কেউ যোগ দিতে যেমন পারবে তেমনি সেখান থেকে বেরিয়ে যেতেও পারবে। পরবর্তীতে মানুষ এর ভৌগলিক অবস্থানের প্রতিই বেশি গুরুত্ব দিয়েছে। ১৯৯১ সালে ভৌগলিক সোভিয়েত ইউনিয়নের মৃত্যু ঘটেছে কিন্তু ধারণা অমর। কালজয়ী মানুষ যেমন মৃত্যুর পরেও বেঁচে থাকেন তাঁর কর্মে, সোভিয়েত ইউনিয়ন তেমনি টিকে আছে মানুষের চেতনায় তার অনেক ভালো কাজের মধ্য দিয়ে। সেটা আবার কোন দিন ভৌগলিক রূপ পাবে কিনা, পেলে কোথায় পাবে সেটা ভবিষ্যৎ বলতে পারবে। তবে আমরা নিশ্চয়ই তার আগমনকে ত্বরান্বিত করতে পারি নিজেদের কাজকর্মের মধ্য দিয়ে।

দুবনা, ১৮ জুলাই ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন