গণতন্ত্রের ভূত

পশ্চিমা বিশ্বের এস্টাব্লিশমেন্ট তাদের পথকে মনে করে সার্বজনীন যার কোন বিকল্প নেই। তাদের মতে সেই পথ এক ও অদ্বিতীয়। ঐতিহাসিক, ভৌগলিক, সামাজিক ও ধর্মীয় বিবেচনায় বিভিন্ন দেশে বিভিন্ন প্রথা চালু আছে। তারা সেটাকে স্থানীয় প্রথা বলেই মনে করে, কারও উপর চাপিয়ে দেয় না। পশ্চিমা বিশ্ব যদি সেভাবে চলত তাহলে হয়তো এ ধরণের অনেক সমস্যাই এড়িয়ে যাওয়া যেত। আসলে পশ্চিমা বিশ্বের এস্টাব্লিশমেন্ট তাদের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিকে আজ ইসলামী উগ্রবাদীদের মত সবার উপর চাপিয়ে দিতে চাচ্ছে বলেই এত সমস্যা। দুঃখজনক হলেও সত্য যে সম্মিলিত পশ্চিমা বিশ্ব তালেবান, আল কায়েদা, ইসলামিক স্টেট থেকে শতগুন শক্তিশালী - তাই এর হাতে থেকে মুক্তি পাওয়া আরও কঠিন। নিজের বিশ্বাস অন্যের উপর জোর করে চাপিয়ে দেবার এই অদম্য ইচ্ছা পশ্চিমা বিশ্বের গণতন্ত্রকে আজ অসুস্থ ও প্রশ্নবিদ্ধ করেছে ও করছে।

দুবনা, ১৩ জুলাই ২০২৩

Comments

Popular posts from this blog

২৪ জুনের দিনলিপি

প্রায়োরিটি

ছোট্ট সমস্যা