পোশাক

বৃটিশ ভারতে ভাইসরয় বা বড়লাট শুধু বৃটিশ সরকারের প্রতিনিধিই ছিলেন না, তিনি কার্যত রাষ্ট্রপ্রধান ছিলেন। উপনিবেশের রাজনৈতিক , অর্থনৈতিক সহ সমস্ত কাজকর্ম তাঁর অনুমতিক্রমে ঘটতো। এর বাইরেও স্থানীয় রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবিদাওয়া ও তাদের পারস্পরিক সম্পর্ক সঠিক খাতে প্রবাহিত করার জন্য মাঝেমাঝে আসতেন তাদের বিশেষ দূত। ইংল্যান্ডের সেই বিশাল সাম্রাজ্যের দায়িত্ব গ্রহণ করেছে তাদের গৃহত্যাগী সন্তান আমেরিকা। উত্তরাধিকার সূত্রে তাই তারা দেশে দেশে নিজেদের রাষ্ট্রদূতদের ভাইসরয় মনে করে আর বিভিন্ন দেশের সরকারকে নিজেদের অনুগত রাখতে মাঝেমধ্যে সেসব দেশে বিশেষ দূত পাঠায়। কয়লা ধুলেও ময়লা যায় না। গণতন্ত্রের হিজাব বা নামাবলী দেখতে যত সুন্দরই হোক না কেন ঔপনিবেশিক মনোভাব, চালচলন তা দিয়ে ঢেকে রাখা যায় না।

দুবনা, ৩০ জুলাই ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন