বৃষ্টি
বাসা থেকে বেরুনোর সময়ই বৃষ্টির আগমন ধ্বনি শোনা যাচ্ছিল। তবুও বেরুলাম। ইচ্ছে ছিল বৃষ্টিতে কোথাও আশ্রয় নেব। গুড়ি গুড়ি বৃষ্টি এলো ফেরার পথে। মাথায় পড়তেই মনে পড়ল ছোটবেলার কথা। বৃষ্টি এলেই ঘর থেকে বেরিয়ে পড়তাম ভিজব বলে। তখন বিশ্বাস করতাম বৃষ্টির জলে ঘামাচি ধুয়ে যাবে। গাছে ঢাকা পথে আসতেই কানে এলো পরিচিত শব্দ। বাঁশঝাড়ে বৃষ্টির সময় ঠিক এমন শব্দ হয়। শুধু টিনের চালে ওর ঝমঝম শব্দ মিস করছিলাম। বাসায় পৌছতে পৌছতে বৃষ্টির প্রকোপ বাড়ল। আমি কাক ভেজা হয়ে সোজা স্নানঘরে।
দুবনা, ২৩ জুলাই ২০২৩
Comments
Post a Comment