বাঁধন
আমাদের ধারণা দাস প্রথা অনেক আগেই বিলোপ হয়েছে। আসলে দাস প্রথা এখনও শেষ হয়নি। শুধু ধরণ বদলে গেছে। আগে দাসদের ধরে নিজেদের খরচে আনত পশ্চিমা বিশ্ব, এখন আমরা দেশের জনগণের টাকায় শিক্ষা লাভ করে নিজেদের টাকায় এসব দেশে আসি বেশি দামে নিজেদের বিক্রি করার জন্য। এসব আমরা করি স্বেচ্ছায়, নিজের, বিশেষ করে সন্তানদের কথা ভেবে। কিন্তু একটু গভীর ভাবে চিন্তা করলে দেখব এটাও আমরা করি ওদের রাজনীতির কারণে। উপনিবেশ ছাড়ার সময় ওরা এমন সব ব্যবস্থা করে গেছে যে মানুষ ইচ্ছে করেই দেশত্যাগ করে ওদের দেশে আসে ওদের অর্থনীতি সচল রাখার জন্য। আগে উপনিবেশের রাজনৈতিক দলগুলো স্বাধীনতার জন্য আন্দোলন করতে, আজ এসব দেশের অনেক রাজনৈতিক দল অতীতের প্রভুদের কাছে ধর্ণা দেয় ক্ষমতার জন্য। এখন শুধু ওরা আমাদের রাজনীতি, অর্থনীতি এসব নিয়ন্ত্রণই করে না, ইচ্ছেমত নিজেদের স্বার্থে ব্যবহার করে। আগে বাঁধন চোখে পড়তো এখন সেটা চোখে দেখা না গেলেও আগের চেয়ে অনেক বেশি কঠিন। আর এর কারণ আমরা নিজেরাই নিজেদের বেঁধে রাখি বিভিন্ন উপায়ে বিভিন্ন অজুহাতে।
দুবনা, ১০ জুলাই ২০২৩
Comments
Post a Comment