আমেরিকা

গতকাল বিগ গেইম নামে অনুষ্ঠানে দ্মিত্রি সাইমস আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বেশ কিছু কথা বললেন। সোভিয়েত ইউনিয়নে জন্মগ্রহণকারী এই রাজনৈতিক বিশেষজ্ঞ সত্তরের দশকে আমেরিকা চলে যান। আগে মূলতঃ এক্সপার্ট হিসেবে রাশিয়ার টিভিতে বিভিন্ন টক শোতে অংশগ্রহণ করলেও ইদানিং নিজেই একটা টক শোর হোস্ট। আমেরিকার স্বাধীনতার সনদ পড়ে শুনিয়ে তিনি বললেন সেখানে গণতন্ত্রের কোন কথা নেই। আছে বিদেশী শক্তির হাত থেকে স্বাধীন হবার কথা। কিন্তু আজ আমেরিকা নয় রাশিয়া, চীন, ভারত - এরা বিদেশী শক্তির বিরুদ্ধে বলছে আর আমেরিকা সব দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে যেটা এই সনদের পরিপন্থী। আমেরিকা ইউক্রেনকে আজ এন্টি রাশিয়ায় পরিনত করেছে। কিন্তু নিজের অগোচরে আমেরিকার নিজের এলিট শ্রেণি বা শাসকেরা এন্টি আমেরিকায় পরিনত হয়েছে। এই সনদে ঘোষিত লক্ষ্য ও ফাউন্ডিং ফাদারদের উইল ও দল নির্বিশেষে বর্তমান আমেরিকার শাসকগোষ্ঠীর চিন্তাভাবনা আজ পরস্পরের বিপরীতে মেরুতে অবস্থান করছে। সব কিছু শুধুই স্লোগানে পরিণত হচ্ছে। 

সত্য মিথ্যা বলতে পারবে যারা সেখানে থাকে তারা। তবে বিশ্বের প্রায় সব দেশই তাদের স্বাধীনতা সংগ্রামের ঘোষিত লক্ষ্য থেকে দূরে সরে গেছে, যাচ্ছে - এটাই বাস্তবতা।

মস্কো, ০৫ জুলাই ২০২৩

Comments

Popular posts from this blog

রিসেটের ক্ষুদ্র ঋণ

পরিমল

প্রশ্ন